হোম অন্যান্যসারাদেশ প্রধানমন্ত্রীর ঘর পেতে সুদ গুনছে তালার এক স্বামী পরিত্যাক্তা মহিলা

প্রধানমন্ত্রীর ঘর পেতে সুদ গুনছে তালার এক স্বামী পরিত্যাক্তা মহিলা

কর্তৃক
০ মন্তব্য 68 ভিউজ

জামাল উদ্দীন :
সুদের টাকা গুনতে হলেও প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর জুটেনি রাশিদা বেগম (৫৫) কপালে।ভাঙ্গা ঘরের বারান্দায় ঘুমাতে পারলেও ঘূর্নিঝড় আম্ফান শেষ আশ্রয়টুকু কেঁড়ে নিয়েছে।বর্তমান থাকার যায়গা নেই স্বামী পরিত্যাক্তা রাশিদা বেগমের।ঝড়ের রাত হতে বিভিন্ন মানুষের বাড়িতে থাকতে হচ্ছে।রাসিদা বেগম তালা উপজেলার ৩ নং সরুলিয়া ইউনিয়নের যুগিপুকুরিয়া গ্রামের সামছুর করিম মোড়লের কন্যা।স্বামী পরিত্যাক্তা হয়ে বহুবছর যাবত পিতার রেখে যাওয়া মাটির ঘরে একমাত্র সন্তান নিয়ে বসবাস করতো।সন্তান রফিকুল ইসলাম টেম্পু চালক।তাঁর ২ টি সন্তান সহ স্ত্রী আছে।অল্প আয়ে সংসারই চলে না ঘর করবে কিভাবে!গত ২৯ মে শুক্রবার বিকালে কথা হয় অসহায় রাসিদা বেগম ও তাঁর ছেলের সাথে।তাঁরা এ প্রতিবেদেককে জানান গত ২ বছর আগে সরকারী ঘর পাওয়ার আসায় যোগাযোগ করেন সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমনারের সাথে।তিনি ঘর দেওয়ার জন্য স্বামী পরিত্যাক্তা মহিলার নিকট থেকে ১৩ হাজার টাকা দাবী করেন।রাশিদা বেগম ও তাঁর ছেলে মাসে ২ হাজার টাকা সুদে ১৩ হাজার টাকা নিয়ে চেয়ারম্যান এর হাতে দেন।সেই থেকে পাঁকা ঘরের স্বপ্ন দেখলেও তা কপালে জুটেনি।ঘর না পেলেও সেই থেকে মাসে সুদের ২ হাজার টাকা গুনতে হচ্ছে।এ বিষয়ে চেয়ারম্যান মতিয়ার রহমান জানিয়েছন আমি তাকে চিনিনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন