নিজস্ব প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। জেলা আওয়ামীলীগের আয়োজনে রায় পরবর্তী জজকোর্ট চত্বরে উক্ত আনন্দ মি,ছিল অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উক্ত মিছিলে অংশ গ্রহন করেন।
এ সময় আনন্দ মিছিলে নেতৃত্ব দেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ ডা. আফম রুহুল হক। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আহম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় এ রায়কে একটি যুগান্তকারী রায় বলে ঘোষনা করেন। তারা বলেন, ভাবিষ্যতে কোন বিরোধী দলীয় নেতা যাতে এভাবে আর কোন হামলার শিকার না হন সেটি এ রায় থেকে সকল রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে।
s