হোম রাজনীতি প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন দেননি: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন দেননি: মির্জা ফখরুল

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ

অনলাইন ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় ‘সন্তুষ্ট নন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা (নির্বাচনের) আমাদের কোনও সুনির্দিষ্ট ডেডলাইন দেননি। আমরা সবাই এসেছিলাম, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের কারণগুলো আমরা জানিয়েছি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।’

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যমুনার সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে বিএনপির সন্তুষ্ট কিনা প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বর মধ্যে নির্বাচন না হয় দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।’

তিনি উল্লেখ করেন ‘দেশের যে অবস্থা, অতিদ্রুত নির্বাচন দিয়েই সমস্যার সমাধান করতে হবে।’

দলের সঙ্গে আলোচনা করে আবারও সাংবাদিকদের সামনে বিএনপির অবস্থান জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন