জামালউদ্দীন :
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন মানুষের পাশে দাড়িয়ে তারুণ্যের প্রতীক ছাত্রলীগ নেতা সুমন এখন মানবতার প্রতীক । করোনা প্রভাব শুরুর পর থেকে সাধারণ, অসহায়, দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে এ তরুণ সমাজ সেবক।
আজ মাহে রমজানের প্রথম দিনেই পাটকেলঘাটা বাজার এলাকার কর্মহীন ৪১ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে।সহায়তা পেয়ে এক হাত-হারানো দরিদ্র মানুষটি কেঁদে দিয়ে বলেন,হে আল্লাহ ক্ষুধার যন্ত্রণা কত কষ্টের সে কেবল আমি জানি।
তুমি রিজিকের মালিক।যে মানুষটির জন্য আমার পরিবার আজ রোজা রাখার পর ইফতার করার ব্যবস্থা করে দিয়েছো তুমি তাঁহার মনের বাসনা পুরণ কর। এমন কথা খাদ্য সামগ্রী পেয়ে অনেকেই বলেছেন।
যে সমস্থ মানুষগুলো আজ সহায়তা পেয়েছেন সবাই হতদরিদ্র। সুমন জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান,জননেত্রী শেখ হাসিনার নির্দেশ দেশের মানুষ না খেয়ে মরবে না।তাই নিজ উদ্যোগে এ সহায়তা অব্যাহত রেখেছি।