হোম খেলাধুলা প্রত্যেকের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা রেখেছেন সাকিব: মোসাদ্দেক

খেলাধূলা ডেস্ক :

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আমিরাতে সে আসরে খেলতে যাওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে ঘাম ঝরাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। টালমাটাল পরিস্থিতিতে নেতৃত্ব পাওয়া সাকিব আল হাসানও ব্যস্ত সময় কাটাচ্ছেন দলের কাছে নিজের চাওয়াটা বুঝিয়ে দিতে। ব্যাটে বলে সমান পারদর্শী সাকিব অধিনায়কত্বেও সেরাটা দিতে চান। তাই নিজের পরিকল্পনাটা বুঝিয়ে দিতে আলাদা আলাদা ভাবে কথা বলছেন সতীর্থদের সঙ্গে।

মিরপুরে টাইগারদের কাটছে ব্যস্ত সময়। সামনে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এবারের এশিয়া কাপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। টি-টোয়েন্টি ক্রিকেটে নিতান্তই কাঁচা টাইগাররা এই আসর থেকেই শুরু করছে নতুন লক্ষ্য নিয়ে। অধিনায়ক সাকিব আল হাসান তো বলেই দিয়েছেন, তার দলটা একদম শিশুর মতো হামাগুঁড়ি দিয়ে শুরু করে ধাপে ধাপে এগোতে চায়।

রোববার (২১ আগস্ট) মিরপুরে প্রস্তুতি ম্যাচে নিজেদের মধ্যে দল ভাগ করে খেলেছে টাইগাররা। সাকিব ও আফিফের দলের মধ্যে যেখানে বিজয়ী অনুজ আফিফ। সোমবার (২২ আগস্ট) ফের প্রস্তুতি ম্যাচ খেলা হবে। তবে তার আগে প্রথম দিনের প্রস্তুতির আদ্যপান্ত নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিবের লাল দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

সংবাদমাধ্যমকে এই অলরাউন্ডার জানান, অধিনায়ক সাকিব তার পরিকল্পনা নিয়ে দলের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছেন। তাদের প্রত্যকের ভূমিকা সম্পর্কে ধারণা দিয়েছেন তৃতীয় দফায় অধিনায়কত্ব পাওয়া সাকিব।

অধিনায়ক ও কোচিং প্যানেলের পরিবর্তন ও সাকিবের পরিকল্পনা নিয়ে মোসাদ্দেক বলেন, ‘পরিবর্তন আপনি যখন করবেন তখন দুইটা দিক আসতে পারে। হয় পজিটিভ বা নেগেটিভ। সাকিব ভাই যে প্ল্যাণটা দিয়েছে সবাইকে, সেই জায়গা থেকে অবশ্যই এটা পজিটিভ মনে হচ্ছে। এটার ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখি তাহলে টি-টোয়েন্টি ফরম্যাটে খুবই উপকার হবে।’

জিম্বাবুয়ে সিরিজের আগে নেতৃত্ব হারান মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর সোহান-সৈকতের হাত ঘুরে নেতৃত্বের ব্যাটন এসেছে সাকিবের হাতে। আর শুরুতেই অগ্নিপরীক্ষার তার সামনে। এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। সুপার ফোরে ওঠার চ্যালেঞ্জে সফল হলে মুখোমুখি লড়াই হতে পারে ভারত-পাকিস্তানের বিপক্ষে। তাই সাকিব সতীর্থদের সঙ্গে সেরা প্রস্তুতিই সেরে রাখতে চান।

সাকিবের পরিকল্পনা নিয়ে মোসাদ্দেক বলেন, ‘রোলের যে বিষয়টি থাকে সেটা আমি হয়তো এমন হতে পারে ছয় নম্বরে ব্যাটিং করছি, একদিন হয়তো চার নম্বরে ব্যাটিং করতে হতে পারে। সেটা খুব বেশি হয়তো কঠিন না। এটাই আমাদের মানিয়ে নিতে হবে।’

তিনি যোগ করেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে সবারই টুকটাক কথা হয়েছে। আমি আমারটা জানি, বাকিদেরটা তাদের সঙ্গে কীভাবে কথা হয়েছে সেটা আমি জানি না। কিন্তু আমারটা তো বললাম। লাস্ট ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে আমি যে জায়গাতে সুযোগ পেয়েছি, ওই জায়গায় আমি ভালো করার চেষ্টা করেছি। শেষ দুইটা সিরিজ আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো গেছে। সেই জায়গা থেকে আমি আত্মবিশ্বাসী এশিয়া কাপে হয়তো ভালো করবো ইনশাআল্লাহ।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন