হোম আন্তর্জাতিক ‘প্রতিশোধ থেকে পালানোর ক্ষমতা তাদের নেই’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

‘প্রতিশোধ থেকে পালানোর ক্ষমতা তাদের নেই’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। রোববার (২২ জুন) কঠোর ভাষায় এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, আগ্রাসী শক্তিগুলোর ‘প্রতিশোধ থেকে পালানোর ক্ষমতা নেই’।

তেহরান টাইমস জানিয়েছে, বিবৃতিতে আইআরজিসি মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে ‘জায়নিস্ট সরকার’ এবং তার মিত্রদের স্বার্থ ও অবকাঠামোগুলো লক্ষ্য করে একটি শক্তিশালী এবং সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আইআরজিসির মতে, ভোরের এই হামলা জাতিসংঘ সনদ, অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নীতি সহ আন্তর্জাতিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী হামলায় জড়িত বিমানের উৎপত্তিস্থল চিহ্নিত করেছে এবং তাদের নিবিড় নজরদারিতে রেখেছে, যা দেশের ব্যাপক গোয়েন্দা শ্রেষ্ঠত্বকে তুলে ধরে।

আইআরজিসি জোর দিয়ে বলেছে, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির ব্যাপক উপস্থিতি শক্তির লক্ষণ নয় বরং দুর্বলতার উৎস। তাদের সংখ্যা এবং ছড়িয়ে পড়া তাদের মুখোমুখি ঝুঁকিগুলোকে কেবল বহুগুণ বাড়িয়ে দেয়।

শান্তিপূর্ণ পারমাণবিক অগ্রগতির প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আইআরজিসি বলেছে, এই ধরনের আক্রমণ দেশের বৈজ্ঞানিক অগ্রগতিকে থামিয়ে দেবে না বরং এর তরুণ বিজ্ঞানীদের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করবে।

বাহিনীটি অপারেশন ‘ট্রু প্রমিজ ৩’ এর অধীনে প্রতিশোধমূলক ব্যবস্থা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েলি অবকাঠামো এবং কৌশলগত সম্পদের বিরুদ্ধে ইতোমধ্যেই ২০টিরও বেশি সুনির্দিষ্ট এবং লক্ষ্যবস্তু আক্রমণ চালানো হয়েছে।

বিবৃতির শেষে আইআরজিসি ইরানি জাতির পূর্ণ সমর্থনে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির নেতৃত্বে ইরানের মর্যাদা ও নিরাপত্তা রক্ষার জন্য তাদের প্রস্তুতি পুনর্ব্যক্ত করে বলেছে। এতে বলা হয়, ‘আল্লাহর কৃপায়, ইসলামী প্রজাতন্ত্র বিজয়ী হবে – ইরানি জনগণ এবং বৃহত্তর ইসলামী উম্মাহর জন্য সম্মান বয়ে আনবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন