হোম আন্তর্জাতিক প্রতিনিধি পরিষদ হারিয়ে বেকায়দায় বাইডেন প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক :

প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় বেকায়দায় পড়েছে ক্ষমতাসীন বাইডেন প্রশাসন। প্রেসিডেন্টের ক্ষমতার আরও দুই বছর মেয়াদকালে মূল্যস্ফীতির হার কমানোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে বেগ পেতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি রাজনৈতিক দ্বন্দ্ব বাড়ার পাশাপাশি ইউক্রেন যুদ্ধসহ বৈদেশিক নীতিতেও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসতে পারে বলে মত তাদের।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ব্যাপক চাপের মুখে পড়তে যাচ্ছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা। নির্বাচনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির জয়ের পর দেশটির অভ্যন্তরীণ রাজনীতি ও বৈদেশিক নীতিতে কী কী পরিবর্তন আসতে যাচ্ছে, সেটিই এখন আলোচনায়।

সম্প্রতি এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানায়, গেল ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতির কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়তে থাকায় বিপাকে সীমিত আয়ের মানুষ। এ কারণে বাইডেন প্রশাসনকে দোষারোপ করেন মার্কিনদের একাংশ। শিগগিরই পরিস্থিতি উত্তরণে কৌশল পরিবর্তনসহ নানা পদক্ষেপ হাতে নেয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

মূল্যস্ফীতির হার কমানোয় বাইডেন প্রশাসনের নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নে বেগ পেতে পারে এমন শঙ্কা করছেন বিশ্লেষকরা। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের হাতে উচ্চকক্ষ সিনেটের ক্ষমতা থাকলেও নিম্নকক্ষে রিপাবলিকানদের জয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত বিভিন্ন সিদ্ধান্ত আটকে যেতে পারে বলে মত তাদের।

এছাড়া অভ্যন্তরীণ বিষয় ছাড়াও চলমান ইউক্রেন যুদ্ধে ওয়াশিংটনের আর্থিক ও মানবিক সহায়তা ও নীতিসহ যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন আসতে পারে বলেও মত বিশ্লেষকদের।

আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় বিভিন্ন নীতির পরিবর্তন আসতে পারে। এছাড়া দুই দলের কৌশল ভিন্ন হওয়ায় সরকারের নেয়া বিভিন্ন এজেন্ডা সিনেটে যাওয়ার আগে নিম্নকক্ষেই আটকে যেতে পারে। যদিও জনগণের সুরক্ষায় সব দলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তা না হলে রাজনৈতিক দ্বন্দ্ব আরও বাড়বে।

আলোচনা-সমালোচনার মধ্যেই নিম্নকক্ষে জয় পাওয়ায় অভিনন্দন জানিয়ে রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন জো বাইডেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন