হোম আন্তর্জাতিক প্যারিসে দাঙ্গা মোকাবেলায় ফ্রান্সজুড়ে ৪০ হাজার পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক:

প্যারিসে নজিরবিহীন দাঙ্গা মোকাবেলায় ফ্রান্সজুড়ে ৪০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৯ জুন) এই তথ্য নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড দারমানিন। খবর এপির।

অবশ্য এই মুহুর্তে জরুরি অবস্থা জারির কথা ভাবা হচ্ছে না- এমনটাও জানান তিনি। বুধবার দ্বিতীয় রাতের মতো প্যারিসে বিক্ষোভ করেন ক্ষুব্ধ ফরাসি। অর্ধ-শতাধিক গাড়ি ভাঙচুরের পাশাপাশি করে অগ্নিসংযোগ। এ সময় ফায়ার ব্রিগেডকর্মীরা আগুন নেভাতে এলে; তাদের ওপরও চড়াও হন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা বুলেট আর টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় ধরপাকড়ের শিকার হন কমপক্ষে ১৮০ ক্ষুব্ধ ফরাসি। উভয়পক্ষের সংঘাতে আহত হন ১৭০ জনের বেশি পুলিশ সদস্য।

মঙ্গলবার ট্র্যাফিক আইন অমান্য করায় ১৭ বছরের এক কিশোরের দিকে গুলি ছোড়েন কর্তব্যরত অফিসার। ঘটনাস্থলেই প্রাণ হারায় নাহেল নামের ঐ কিশোর। একে ‘ক্ষমার অযোগ্য’ অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। অভিযুক্ত অফিসার বর্তমানে রয়েছেন হেফাজতে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন