দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা)প্রতিনিধিঃ
কলারোয়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১৬ জানুয়ারী) বেলা ১২ টায় পাবলিক ইনস্টিটিউট চত্ত্বরে অনুষ্ঠিত সভায় আগামী ৩০ জানুয়ারী পৌর নির্বাচনকে সামনে রেখে ১৮ জানুয়ারী মেয়র প্রার্থীদের জনতার মুখোমুখি’ অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা সুজন’র সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজন’র খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারন সম্পাদক শেখ হেদায়তুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এবিএম সেলিম। উপজেলা সুজনের সাধারন সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় সভায় মতবিনিময় করেন ও উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, সহ সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সহ সভাপতি সাংবাদিক আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, সহ সাধারন সম্পাদক সাংবাদিক সহকারি অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, প্রচার সম্পাদক মাস্টার আঃ ওহাব মামুন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, সহকারি অধ্যাপক রফিকুজ্জামান, এনজিও কর্মকর্তা লতিফা আকতার, প্রভাষক বিএম ফিরোজ, সদস্য সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জাকির হোসেন, মাস্টার অনুপ কুমার ঘোষ, সাংবাদিক জুলফিকার আলী, সেবা’র সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ অনান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা ,আগামী ১৮ জানুয়ারী সোমবার সকাল ১০ টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে সুজন’র আয়োজনে পৌর মেয়র প্রার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানটি সফল ও সার্থক করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।