হোম অর্থ ও বাণিজ্য ‘পেঁয়াজ ও বীজ দুটোতেই আমরা স্বয়ংসম্পূর্ণ হব’

বাণিজ্য ডেস্ক :

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আগামী দিনে পেঁয়াজ ও পেঁয়াজ বীজ দুটোতেই আমরা স্বয়ংসম্পূর্ণ হব। এটি করতে পারলে দেশের বাইরে থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না।’

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর এলাকার পেঁয়াজ বীজ কৃষক শাহেদা বেগমের ক্ষেত পরিদর্শনে এসে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাসহ সব বিষয় জানতে সরাসরি ক্ষেত পরিদর্শন করতে আসার কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘পেঁয়াজচাষিরা যাতে সঠিক দাম পায়, সে বিষয়ে সরকার কাজ করছে। এ ছাড়া আমরা চেষ্টা করছি, মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম্য রয়েছে, সেটা দূর করে কীভাবে কৃষকদের স্বার্থ রক্ষা করা যাবে, সেই বিষয় নিয়ে কাজ করছি।’

সেই সঙ্গে কৃষিপণ্য পরিবহনে পথের যে ঝামেলা বা প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো বন্ধে সরকার কাজ করছে বলেও তিনি উল্লখ করেন।

এ সময় কৃষিসচিব মো. ছায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিজি মো. বেনজির আলম, ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি ড. শাহাজাহান কবির, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামানসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন