হোম অন্যান্যসারাদেশ পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলা

ঝালকাঠি  প্রতিনিধি:

কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার  পশ্চিম ফুলহার গ্রামের নিবাসী আবুল কালাম এর উপর প্রতিপক্ষের হামলা।স্থানীয়রা জানায় আবুল কালাম, তার নিজ জমিতে ধান কাটতে ছিল হঠাৎ করে মৌজে আলি,শামিম আকন সহ কয়েকজন লোক দেশীয় অস্ত্র নিয়া আবুল কালাম  এর  উপর হামলা করে আবুল কালাম, গুরুতর আহত হলে মৌজে আলি গং স্থান ত্যাগ করে।

আবুল কালাম, এর পরিবারের লোকজন ঘটনা জানতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহত অবস্থায় আবুল কালাম, কে স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।

এ ব্যাপারে আবুল কালাম জানান, দীর্ঘদিন ধরে মৌজে আলীদের সাথে আমাদের  জমি নিয়ে বিরোধ ছিল, এক পর্যায়ে  স্থানীয় শালিসি মাধ্যমে আমাদের মধ্যে মিমাংশা হয় কিন্তু মৌজে আলী ও শামীম গন বারবার আমাদের জমি দখলের পায়তারা করে আসছিল।তারই পরিপেক্ষিতে আজকে তারা আমার উপর হামলা করছে।

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জানান আমি অভিযোগ পেয়েছি তদন্ত করে সঠিক ব্যবস্থা নিব।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন