হোম রাজনীতি পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ, আটক ১০

রাজনীতি ডেস্ক:

বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লায় যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এই সময় যুবদলের ১০ কর্মীকে আটক করে পুলিশ।

শুক্রবার (০৯ জুন) বিকেল ৫টার দিকে নগরীর কান্দিরপাড়ে বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন।

পুলিশ জানায়, মিছিল নিয়ে কান্দির-পাড় বিএনপি কার্যালয়ে এসে যুবদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্যে করে ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় সংঘর্ষ। পুলিশ লাঠিচার্জ শুরু করলে ধাওয়া পাাল্টা ধাওয়া শুরু হয়। এই সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ১৫ জন। সংঘর্ষের এক পর্যায়ে নেতাকর্মীরা পিছিয়ে যায় এবং ঘটনাস্থল ত্যাগ করে।

এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন সময় সংবাদকে জানান, যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে উদ্দেশ্যমূলক ভাবে পুলিশকে লক্ষ্যে করে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন এবং যুবদলের ১০ জনকে আটক করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন