জাতীয় ডেস্ক :
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান ডা. জাহানারা। এরপরই পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায়। পুলিশ বাসায় পৌঁছালে সটকে যান ডা. মুরাদ।
জিডিতে মুরাদের স্ত্রী লেখেন, সম্প্রতি কারণে অকারণে স্ত্রী-সন্তানদের অকথ্যভাষায় গালিগাজ, শারীরিক, মানিসক নির্যাতন করে আসছেন প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসান। এমনকি হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন ডা. জাহানারা।
জিডিতে ডা. জাহানারা জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ডা. মুরাদ আবারও তাদেরকে গালিগালাজ করে এবং মারধর করার চেষ্টা করে। পরে ৯৯৯ এ ফোন দিলে ধানমন্ডি থানার পুলিশ বাসায় পৌঁছায়। এর মধ্যেই বাসা থেকে বেরিয়ে যান তার স্বামী।
ডা. মুরাদের বিরুদ্ধে স্ত্রীর জিডির বিষয়ে ডিএমপি রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ধানমন্ডি) এহসানুল ফেরদৌস সংবাদ মাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে বাদীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছি আমরা। আইনিভাবে সাধারণ ডায়েরির তদন্ত হবে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, নারীদের নিয়ে করুচিপূর্ণ মন্তব্যের জের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয় ডাক্তার মুরাদকে। এরপর তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। বির্তকের মুখে কানাডায় যাওয়ার চেষ্টা করলেও ঢুকতে না পেরে দেশে ফেরেন ডাক্তার মুরাদ। এমনকি তিনি যাতে ভবিষ্যতে কানাডায় প্রবেশ করতে না পারেন সেজন্য তার আঙ্গুল ও হাতের ছাপ, ছবি এবং স্বাক্ষর সংগ্রহ করে রাখে ইমিগ্রেসন কর্তৃপক্ষ।