জাতীয় ডেস্ক:
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করাকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে সংঘর্ষের পর এখনও উত্তপ্ত বন্দরনগরী। উচ্ছেদ অভিযান প্রতিহত করতে বিক্ষোভ মিছিল করে শোডাউন করেছেন হকাররা। সিটি করপোরেশন কর্মকর্তাদের ঘুষ না দেয়ার কারণে এই উচ্ছেদ অভিযান বলেও অভিযোগ তাদের।
উচ্ছেদ অভিযান ঘিরে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই চট্টগ্রাম নগরজুড়ে দেখা যায় উত্তেজনা। নিউ মার্কেট, কোতওয়ালি ও স্টেশন রোডে মিছিল নিয়ে পুনর্বাসনের দাবি জানান হকাররা।
এদিকে পুলিশ-হকার সংঘর্ষের ঘটনায় ১১ জন হকারের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সভাপতি মিরন হোসেন মিলন বলেন, ‘আমাদের হঠাতে মামলা করা হয়েছে। আমরা মামলায় ভয় পাই না। আমরা দাবি আদায় করেই ছাড়বো।’
সিটি করপোরেশনের কর্মকর্তাদের ঘুষ না দেয়াতেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গত ৮ ফেব্রুয়ারি থেকে নগরীর নিউ মার্কেট ও রিয়াজুদ্দিন বাজার ঘিরে চলছে সিটি করপোরেশনের উচ্ছেদে অভিযান। এরপর থেকেই শুরু হয় উত্তেজনা, এরইমধ্যে সংঘর্ষ হয় পুলিশ ও হকারদের।