অনলাইন ডেস্ক:
ফেনী মডেল থানা কম্পাউন্ডে পুলিশ কর্মকর্তার কক্ষ থেকে স্বর্ণালংকারসহ আট লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১৭ মার্চ) সকালে ফেনী মডেল থানার পেছনের অংশে পুলিশ সদস্যদের থাকার ঘরে (যানবাহন কার্যালয়) এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (শহর ও যানবাহন) আমানত উল্ল্যাহ অভিযোগ করেন, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত আমার ছোট ভাই রমজান উপলক্ষে যাকাত দেওয়ার জন্য টাকা পাঠিয়েছিল। এ ছাড়া বিয়ের স্মৃতি হিসেবে স্ত্রীর স্বর্ণের চেইন ও আংটিসহ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী ট্রাংকে রাখা ছিল। সকাল ৭টার দিকে ডিউটির উদ্দেশে কক্ষ থেকে বের হয়েছিলাম। দুপুর ১২টার দিকে ফিরে এসে কক্ষে থাকা ট্রাংক ভাঙা অবস্থায় দেখি। কক্ষে থাকা ৩ লাখ টাকা, দুটি স্বর্ণের চেইন, চারটি আংটি, একটি এলইডি টিভি ও একটি মোবাইলসহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।