হোম আন্তর্জাতিক পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
গাজা উপত্যকার পুরো নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৯ মে) প্রকাশিত এক ভিডিও বার্তায় ওই ঘোষণার সঙ্গে তিনি আরও বলেন, ইসরায়েলের পক্ষে আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে গাজায় মানবিক বিপর্যয় ঠেকানোর উদ্দেশে সীমিত আকারে খাদ্য প্রবেশের অনুমতি দেওয়া হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু যখন এই খায়েশ প্রকাশ করলেন তখন গাজার উত্তর ও দক্ষিণে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। স্থল অভিযান শুরু হলো এমন এক সময়ে, যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা কার্যত ফলপ্রসূ হয়নি বলে দুই পক্ষের সূত্র জানিয়েছে।

একই সময়, গাজায় সম্ভাব্য দুর্ভিক্ষ পরিস্থিতি এড়াতে খাদ্য সহায়তা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব।

নেতানিয়াহু বলেছেন, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি যে কোনও মূল্যে ঠেকাতে হবে। নইলে আমরা কূটনৈতিক এবং সামগ্রিক সমর্থন হারাবো, যা আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের বাধা হয়ে দাঁড়াবে।

সরকারের অভ্যন্তরে নানাবিধ চাপের মধ্যে এসব কথা বললেন নেতানিয়াহু। যুদ্ধ-পরিচালনা পদ্ধতি, গাজায় খাদ্য সহায়তা পুনর্বহালে নিরাপত্তা ক্যাবিনেটে ভোট গ্রহণে আপত্তিসহ বিভিন্ন কারণে সরকারের কট্টরপন্থিদের রোষানলে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

গাজায় যুদ্ধচলাকালীন সীমিত পরিসরে ত্রাণ সহায়তা গাজায় প্রবেশ করতে দিচ্ছিল ইসরায়েল। তবে, হামাসের বিরুদ্ধে খাদ্য লুটের অভিযোগ এনে গাজায় মার্চ থেকে অবরোধ দিয়ে রেখেছে তারা। পরিস্থিতি এতোটাই নাজুক হয়ে গেছে যে, বিশ্লেষকরা সতর্ক করেছেন, দ্রুত খাদ্য সমস্যার সমাধান না হলে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

গাজায় খাদ্য সহায়তা পুনর্বহালের কারণ ব্যাখ্যা করে নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক রিপাবলিকান নেতা গাজায় মানবিক বিপর্যয়ের বিষয়ে তাকে সতর্ক করেছেন। তিনি বলেন, ইসরায়েলের কড়া সমর্থকরাও বলেছেন, তারা আমাদের অস্ত্র দেবে, হামাসকে পরাস্ত করতে সবরকম সহায়তাও করবে। তবে ব্যাপক খাদ্য সংকটে তারা আমাদের পাশে থাকবে না।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, সেনাবাহিনীর সহায়তায় আমরা নিয়ন্ত্রিত একটি এলাকা স্থাপনের চেষ্টা করছি, যেখান থেকে গাজাবাসীরা নিরাপদে খাদ্য এবং ওষুধ সংগ্রহ করতে পারবে। হামাসের যেন খাদ্য লুটের সুযোগ না পায়, সেটা বিবেচনায় নিয়েই পুরো ব্যবস্থাটি পরিচালনা করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন