হোম খেলাধুলা পুরনো ক্লাবে ফিরতে রাজি নেইমার

পুরনো ক্লাবে ফিরতে রাজি নেইমার

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

সৌদি প্রো লিগে এখনো নেইমার জুনিয়র নিবন্ধিত হয়নি। আগামী জানুয়ারির আগে নিবন্ধনের সুযোগ না থাকায় আপাতত এই আসরে তাকে দেখা যাবে না। সেটি নিয়েও অবশ্য জেগেছে সংশয়। আবার চোটে পড়ায় আল হিলালে ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ অনিশ্চিত। খবর বেরিয়েছে, নিজের পুরনো ক্লাবে তিনি আবার ফিরছেন।

ব্রাজিলের এক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ৩২ বর্ষী ফুটবলার তার বাল্যকালের ক্লাব সান্তোসে ফেরার সবুজ সংকেত পেয়েছেন। ক্লাবটি ২০২৫ সালের জুলাই মাসে নেইমার ও রদ্রিগোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চেয়েছিল। তবে সেই আনুষ্ঠানিকতার সময় এগিয়ে এনে আগামী জানুয়ারিতেই হয়ে যেতে পারে,

বিষয়টি নিয়ে নেইমার এরই মধ্যে নাকি আল হিলালের সঙ্গে আলোচনা আরম্ভ করেছেন। একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে চুক্তির সমাপ্তি টেনে তিনি আবারো সান্তোসে ফিরতে চান। যদিও ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ স্কোরারকে অবশ্যই প্রচুর অর্থ দিতে হবে। নিজ দেশের ক্লাবে খেলে ২০২৬ বিশ্বকাপের আগে ফর্ম ও ফিটনেস যাচাইয়ের একটি ভালো সুযোগ তার সামনে রয়েছে।

সান্তোস তারকা ফুটবলারকে ভালো অংকের বেতন প্রদানের জন্য প্রস্তুত। পাশাপাশি বাণিজ্যিক উদ্যোগে বিক্রি হওয়া জার্সি ও নতুন স্পনসরদের কাছ থেকে উপার্জনের একটি অংশ তাকে দেওয়া হবে। সেলেসাওদের কোচ ডরিভাল জুনিয়রও তার ব্রাজিলে খেলাকে ইতিবাচকভাবে দেখবেন।

বাঁ-হাঁটুর এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরিতে পড়ে সম্প্রতি ৩৬৯ দিন পর ফুটবলে ফিরেছিলেন নেইমার। গত ২১ অক্টোবর মাঠে ফেরেন। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন। প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লিগ চ্যাম্পিয়ন আল হিলাল জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ৩২ বর্ষী ফুটবলারকে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। পিএসজি থেকে গত বছর সৌদি ক্লাবটিতে যোগ দিয়ে দলটির হয়ে এখন পর্যন্ত তিনি খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ।

আল হিলালের সঙ্গে তার আগামী বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হবে। সৌদি সাংবাদিক ওয়ালিদ আল-ফারাজ বলছেন, ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ আল-হিলালের। তবে তার ইনজুরি প্রবণতার আগেই ক্লাবটি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাকে বিক্রি করতে পারে। এক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে ৯০ মিলিয়ন ইউরোও নেইমারকে দিতে ক্লাবটি প্রস্তুত।

নেইমার ২০০৩ সালে সান্তোসের বয়সভিত্তিক দলে সুযোগ পান। এরপর ২০০৯ সালে মূল দলে প্রবেশ করে চার বছর খেলেন। ক্লাবটির জার্সিতে ১৭৭ ম্যাচ খেলে করেছিলেন ১০৭ গোল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন