হোম অন্যান্যসারাদেশ পুটখালী সীমান্তে ফেন্সিডিলসহ আটক ৩ 

পুটখালী সীমান্তে ফেন্সিডিলসহ আটক ৩ 

কর্তৃক
০ মন্তব্য 252 ভিউজ
মিলন হোসেন,বেনাপোল:
বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৬৯ বোতল ফেন্সিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।রবিবার বিকালে সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুটখালী বিজিবি ক্যাম্প থেকে জানান মসজিদবাড়ী পোষ্ট পাকা রাস্তার উপর ভারতীয় ফেনসিডিল ৬৯ বোতল২ টি পালসার মোটরসাইকেল সহ রনি আহমদ ২৬, পিতাঃ মোঃ আকিজ উদ্দিন গ্রাম:বেড়া,পোস্ট: যাদবপুর, থানা: শার্শা জেলা: যশোর ২,সাইফুল ইসলাম ২৩, পিতা মোঃ হাতেম শেখ, গ্রাম: শ্যাম সুন্দরপুর, পো: কোমরপুর থানা: ফরিদপুর সদর, জেলাঃ ফরিদপুর  ৩) সমীর সাহা ৫৩, পিতা-মৃত কৃষ্ণপদ সাহা, গ্রাম: নারকেল বাড়িয়া, পো:নারিকেল বাড়িয়া, থানা: বাগারপাড়া ,জেলা: যশোরকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন