হোম অর্থ ও বাণিজ্য পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী সূচক, কমেছে লেনদেন

বাণিজ্য ডেস্ক:

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) বেড়েছে সব সূচকের মান। তবে উভয় পুঁজিবাজারেই কমেছে লেনদেন।

রোববার (২৫ জুন) পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৫ দশমিক ৭১ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ দশমিক ৬৪ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ২ দশমিক ২০ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৮৯ দশমিক ৯৪ পয়েন্টে।

তবে ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। রোববার লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৪৬ কোটি ৭১ লাখ টাকা।

এ ছাড়া রোববার ডিএসইতে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৭টি কোম্পানির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল নাভানা ফার্মা। এ ছাড়া খান ব্রাদার্স, ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস, ইস্টার্ন হাউজিং, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্সুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, অ্যাডভেন্ট ফার্মা, জেমিনি সি ফুড ও বাংলাদেশ শিপিং করপোরেশন ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব কটি সূচকের মান। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪ দশমিক ১০ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭১ দশমিক ৪৫ পয়েন্টে ও ১১ হাজার ১৬৩ দশমিক ৮৪ পয়েন্টে।

এ ছাড়া সিএসআই সূচক বেড়েছে ১ দশমিক ৯৫ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ১৭৪ দশমিক ১৭ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক ১ দশমিক ৭৩ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১১ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ৭৩ পয়েন্ট ও ১৩ হাজার ৪০২ দশমিক ৩৮ পয়েন্টে।

তবে সিএসইতেও এদিন কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ২৩৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২০ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেন কমেছে ৮৫ কোটি ৭১ লাখ টাকা।

সিএসইতে ১৮৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৫৭টি ও অপরিবর্তিত রয়েছে ৭৫টির কোম্পানির শেয়ার দর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন