পিরোজপুর অফিস :
পিরোজপুরের ভান্ডারিয়ার একটি মাদক মামলায় মোঃ শওকত হোসেন শাহ মুন্না নামের এক যুবককে পাঁচ বছর সশ্রম কারাদÐ ও দুই হাজার টাকা জরিমানা করেছেন পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত।
মামলা স‚ত্রে জানাগেছে, ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারী র্যাব-৮ এর একটি দল ভান্ডারিয়া এলকায় টহল ডিউটি করাকালীন মাদকজাতীয় ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভান্ডারিযয়া গ্রামস্থ মোঃ শওকত হোসেন শাহ মুন্না এর বসত ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ছোট প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ছোট ছোট স্বচ্ছ পলিথিন দ্বারা মোড়ানো সর্বমোট ১৩০ (একশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পরে ভান্ডারিয়া থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে একটি মামলা হয়। ভান্ডারিয়া থানার মামলা নং-০৪, তারিখ-১২/০২/২০১৫ এবং জি.আর-২৪/১৫।
মামলাটি আদালতে গেলে বিচারক মুন্নার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিলের ৯(খ) নং ক্রমিকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস, এম, ন‚রুল ইসলাম ০৫ (পাঁচ) বছর সশ্রম কারাদন্ড ও ২০০০/-(দুই হাজার) টাকা জরিমানা অনাদায়ী আরও ০৩ (তিন) মাস সশ্রম কারাদন্ডে দন্ডিত করার আদেশ প্রদান করেন। সাথে সাথে তিনি উক্ত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক ধংস করার আদেশ প্রদান করেন।