হোম জাতীয় পিরোজপুরে সাড়ে চার লাখ টাকার তক্ষকসহ গ্রেফতার ৫

জাতীয় ডেস্ক:

পিরোজপুরের ভান্ডারিয়া থেকে একটি তক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ জুন) রাতে উপজেলার দক্ষিণ ভান্ডারিয়ার মুসলিম পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: রাজধানীর ধানমন্ডির রুস্তম আলী চৌধুরীর ছেলে শফিকুল ইসলাম চৌধুরী (৫৮), হাজারীবাগ থানার আব্দুর রশিদ খানের ছেলে মো. মঞ্জু খান (৪৩), কেরানীগঞ্জ থানার কাজী রেজাউল ইসলামের ছেলে কাজী মাহবুবুর রহমান রাজীব (৩৪), মাদারীপুরের জাহাঙ্গীর ভুঁইয়ার ছেলে মো. ইউনুস ভুইয়া (২৭) ও দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার (মুসলিম পাড়ার) আ. বারেক হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪ লাখ ৫০ হাজার টাকায় তক্ষকটি বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিক্রির কাজে ব্যবহৃত একটি মাইক্রবাস জব্দ করা হয়।

ভান্ডারিয়া থানার উপপুলিশ পরিদর্শক রনজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের সোমবার (২৬ জুন) পিরোজপুর আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠান। তক্ষকটিকে আদালতের নির্দেশে বন বিভাগে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন