হোম অন্যান্যসারাদেশ পিরোজপুরে মাস্ক না পরায় ৪৮ জনকে জরিমানা

পিরোজপুরে মাস্ক না পরায় ৪৮ জনকে জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 85 ভিউজ
পিরোজপুর অফিসঃ 
পিরোজপুরে মাস্ক না পরায় ৪৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (১৪ নভেম্বর)   জেলা প্রশাসনের এ·কিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ফকরুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
জানা গেছে,  মাস্ক ব্যবহার না করার অপরাধে জেলা শহরের বিভিন্ন স্থানে  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফকরুল ইসলাম  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় সংক্রমন রোগ প্রতিরোধ আইনে ৪৮ জনের নামে ৪৫টি মামলা দায়ের করা হয়। এ সময় তাদেরকে মোট ৪হাজার ৯৫০টাকা জরিমানা করা হয়।  অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিষ্ট্রে জানান,  আবারও করোনার প্রভাব ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই জন সচেতনতা বৃদ্ধির জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন