পিরোজপুর অফিস :
পিরোজপুরের সদর উপজেলায় বজ্রপাতে রুহুল আমিন শেখ(৬৪) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৩১ মে)দুপুরের দিকে শংকারপাশা ইউনিয়নের নামাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন শেখ নামাজপুর গ্রামের প্রয়াত আব্দুল শেখ এর ছেলে।
নিহতের ছেলে মো. ওদুদ শেখ জানান, তার বাবা দুপুরের দিকে ঘরের পাশের গোয়ালে গরু উঠানোর কাজ করছিলেন । এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো.মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে নিহতের পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় পুলিশ লাশ পরিবারের কাছে হস্থান্তর করেছে।
