হোম অন্যান্যসারাদেশ পিরোজপুরে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুরে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 160 ভিউজ

পিরোজপুর অফিস :

পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা শ্রমিকলীগের আয়োজনে উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মজনু তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড এম এ হাকিম হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি লোকমান হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন খোকন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক মোঃ হান্নান শেখ।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে মেহনতী শ্রমিকরা। শ্রমিকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উন্নয়নের মডেল করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। শ্রমিকরাই হলো আমাদের দেশের অন্যতম চালিকা শক্তি। তাদের প্রতি বিশেষ নজর রেখে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন