হোম জাতীয় পিরোজপুরে খালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

জাতীয় ডেস্ক :

পিরোজপুরের ভান্ডারিয়ায় খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ জানুয়ারি) সকালে জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য পলাশ মিত্র জানায়, সোমবার সকালে উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকায় কৃষক মাঠে ধান কাটতে গেলে স্থানীয়রা পাশের বদ্ধখালের কচুরিপানার মধ্যে একটি গলিত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদা পাঞ্জাবি ও পায়জামা পরা অবস্থায় মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে থেকে একজোড়া জুতা ও শীতের চাদর উদ্ধার করা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান জানান, মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তি ৫৫ থেকে ৬০ বছরের বৃদ্ধ হলেও তার পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাসখানেক আগে ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। তবে তদন্ত ছাড়া কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য পিরোজপুরে মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন