স্পোর্টস ডেস্ক:
কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার প্রসঙ্গে গত মৌসুমেই নাটক চলেছে বেশ। সদ্য শেষ হওয়া মৌসুমের পর আবারও আলোচনায় এমবাপ্পের দলবদল। এবার বিষয়টি নিয়ে কথা বললেন পিএসজির সাবেক ক্রীড়া পরিচালক লিওনার্দো। তার মতে, এমবাপ্পের পিএসজি ছাড়ার সময় চলে এসেছে।
২০২২ সালে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে প্রায় চলেই গিয়েছিলেন এমবাপ্পে। কিন্তু ফ্রান্সের সরকারপ্রধানের অনুরোধে শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলান তারকা ফুটবলার। দুই বছরের চুক্তি হয় নতুন করে। তবে এক মৌসুম যেতে না যেতেই আবারও আলোচনায় এমবাপ্পে দলবদলের বিষয়টি। কারণ অবশ্য এমবাপ্পে নিজেই।
লিওনেল মেসি পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর এমবাপ্পেও জানিয়ে দেন যে প্যারিসের ক্লাবের সঙ্গে নতুন করে আর চুক্তি করবেন না তিনি। আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ক্লাব কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে চুক্তি অনুযায়ী এই মৌসুমটা পিএসজিতেই থাকতে চান তিনি।
পিএসজির অবশ্য পরিকল্পনা ভিন্ন। চুক্তি না করলে এমবাপ্পেকে এই মৌসুমেই ছাড়তে চায় দলটি। দলের সবচেয়ে বড় তারকাকে একদম ফ্রি তে ছেড়ে দিতে চায় না তারা।
এমবাপ্পের জন্য ২০ কোটি ইউরো ট্রান্সফার ফি চায় পিএসজি। তবে এমবাপ্পের সম্ভাব্য ভবিষ্যৎ ঠিকানা রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে এত টাকা দিতে নাকি রাজি নয়। হয়তো তারা আশা করে আছে, আগামী মৌসুমে এমবাপ্পে মুক্ত খেলোয়াড় হয়ে গেলে তাকে এমনিই পাওয়া যাবে।
পরিস্থিতি যখন এমন, তখন লেকিপের সঙ্গে এক সাক্ষাৎকারে পিএসজির সাবেক ক্রীড়া পরিচালক লিওনার্দো বলেছেন, পিএসজির ভালোর জন্যই এমবাপ্পেকে চলে যেতে হবে। যা–ই ঘটুক না কেন।
বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছে দলটির সাবেক ক্রীড়া পরিচালক। তার মতে, এমবাপ্পের আগেও পিএসজি ছিল। সে চলে গেলেও দল থাকবে। আর সে থাকাতে বিশেষ কিছুও (চ্যাম্পিয়ন্স লিগ জয়) হচ্ছে না। তাই তাকে ধরে রেখে কোনো লাভ নেই ক্লাবের।
লিওনার্দো আরও বলেন, ‘এমবাপ্পে প্যারিসে ছয় মৌসুম ধরে খেলছেন। এই ছয় মৌসুমে পাঁচটি ভিন্ন ভিন্ন ক্লাব চ্যাম্পিয়নস লিগ জিতেছে। এই পাঁচটি ক্লাবে তো এমবাপ্পে ছিলেন না। এর মানে তাকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব।’
নিজের বক্তব্যে লিওনার্দো এমবাপ্পেকে নেতা হিসেবে অযোগ্য বলেও উল্লেখ করেছেন, ‘গত দুই বছরের আচরণ দিয়ে এমবাপ্পে বুঝিয়ে দিয়েছেন, দলকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য তার নেই। তিনি অসাধারণ এক খেলোয়াড়, নেতা নন। তিনি অসাধারণ এক গোল স্কোরার, সৃষ্টিশীল নন।’
