হোম আন্তর্জাতিক পি কে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে ১৫ জুলাই চার্জশিট

আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিমবঙ্গের কলকাতায় আটক পি কে হালদারের ভারতে অর্থ পাচারে বাংলাদেশের কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ফলে আগামী সপ্তাহে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গোয়েন্দারা তদন্ত শেষ করে চার্জশিট দেবেন।

আগামী ১৫ জুলাই কলকাতার নগর ও দায়রা আদালতে হাজির করা হবে পি কে হালদারসহ ধৃত ছয়জনকে। সেদিনই চার্জশিট দিতে পারে ইডি।

কলকাতার বাইপাস সংলগ্ন আনন্দপুর, ভিআইডি রোডের বাগইআটি ও কলকাতা ঘেঁষা উত্তর চব্বিশপরগনার অশোকনগরসহ বেশ কয়েকটি জায়গায় নামে-বেনামে পি কে হালদারের সম্পদের হদিস পেয়েছে ভারতে অর্থবিষয়ক দুর্নীতির তদন্তকারী সংস্থা ইডি।

সেই সঙ্গে ভারতের দুটি বেসরকারি ব্যাংকের প্রায় ৮৮টি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। অ্যাকাউন্টগুলোতে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।

মালয়েশিয়া ও ব্যাংককে সাত-আটটি ফ্ল্যাট বাড়ির তথ্য-প্রমাণ রয়েছে ইডির হাতে। সব মিলিয়ে ইডির তথ্য বলছে, তিনশ কোটি টাকা হাওলা হয়ে ভারতে প্রবেশ করেছে। এর মধ্যে ইডির হাতে দেড়শ কোটি টাকার সম্পদের তথ্য-প্রমাণ রয়েছে।

ভারতে ইডির হাতে গ্রেফতার হওয়ার পর গত ৫৭ দিনের বিভিন্ন রকম জেরা ও তদন্ত করে ইডির গোয়েন্দারা নিশ্চিত যে, এ ঘটনার সঙ্গে পি কে হালদারসহ আটক বাকি ৫ জনও জড়িত।

তবে এতে বাংলাদেশি কোনো প্রভাবশালীর সংশ্লিষ্টতার প্রমাণ পাননি গোয়েন্দারা। আর তাই আগামী সপ্তাহেই এই মামলায় ছয় জনের বিরুদ্ধে চার্জশিট দেবেন গোয়েন্দারা।

গত ১৪ মে কলকাতার অদূরে রাজারহাটের ভৈদিক ভিলেজ থেকে পি কে হালদারকে গ্রেফতার করে ইডি। তাকে নিয়ে পরে অশোকনগর থেকে তার ভাই প্রাণেশ হালদার, দুই ভাগনে স্বপন ও উত্তম মৈত্রী, বান্ধবী শারমীন হালদার এবং সহযোগী ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রথম দু-দফায় ১৩ দিন রিমান্ডে নিয়ে এবং পরে আদালতের নির্দেশে ৩০ দিন জেল হেফাজতে গিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

পাঁচ দফার শেষ দফায় মঙ্গলবার (৫ জুলাই) আদালতে তোলা হলে বিচারক তাদের আগামী ১৫ জুলাই ফের বিচারকের সামনে হাজির করার নির্দেশ দেন। ইডি সূত্র জানিয়েছে, সেদিনই আটক ছয়জনের বিরুদ্ধে ইডি চার্জশিট দাখিল করবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন