হোম আন্তর্জাতিক পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের

পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
নতুন শুল্ক কার্যকরে সময়সূচি পরিবর্তনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩১ জুলাই) জারি করা এক নির্বাহী আদেশে তিনি জানান, বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে ঘোষিত ১ আগস্টের সময়সীমা বদলে এই নতুন তারিখ নির্ধারণ করা হয়।

গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, ১ আগস্টের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন না হলে উচ্চহারে শুল্ক আরোপ করা হবে। সেই ধারাবাহিকতায় তিনি এবার ৭০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এসব শুল্ক আগামী সাত দিনের মধ্যে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় নতুন আদেশে।

তবে ট্রাম্পের এই শুল্কনীতি থেকে কিছু ব্যতিক্রমও রাখা হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, যেসব পণ্য ৭ আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা ইতিমধ্যে যাত্রাপথে রয়েছে এবং যেগুলো ৫ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে যাবে, সেসব পণ্যের ওপর নতুন শুল্ক প্রযোজ্য হবে না।

অন্যদিকে, উত্তর আমেরিকার প্রতিবেশী কানাডার ওপর আরোপিত ৩৫ শতাংশ শুল্ক আজ ১ আগস্ট থেকেই কার্যকর হচ্ছে। তবে মেক্সিকোকে ৯০ দিনের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে নতুন শুল্কের প্রস্তুতির জন্য।

ট্রাম্পের এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও দুই দেশ পরস্পরের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তাদের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

কানাডা যুক্তরাষ্ট্রে যে সব পণ্য রপ্তানি করে, তার মধ্যে রয়েছে ধাতব পদার্থ, কাঠ, তেল, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, যন্ত্রপাতি, খাদ্যপণ্য এবং ওষুধ। এসব পণ্যের বড় একটি অংশ এবার নতুন শুল্কের আওতায় পড়ছে।

বাণিজ্য আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, তিনি এখনো কানাডার সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে সাফ জানিয়ে দেন, নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে আর কোনো চুক্তির সুযোগ নেই।

সূত্র: বিবিসি, রয়টার্স

সম্পর্কিত পোস্ট

মতামত দিন