হোম রাজনীতি পালিয়েও রক্ষা পায়নি যুবলীগ নেতা, পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

পালিয়েও রক্ষা পায়নি যুবলীগ নেতা, পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

কর্তৃক Editor
০ মন্তব্য 95 ভিউজ

রাজনীতি ডেস্ক:

পিরোজপুরের ইন্দুরকানিতে পৌর যুবলীগের সাবেক সাবে এক নেতার পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার টগড়া এলাকায় এ ঘটনা।

জানা গেছে, রাতে পিরোজপুর পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মামুন (৩৫) বাসায় যাওয়ার পথে উপজেলার শেখ ফজলুল হক মনি সেতুর টোল প্লাজায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে। এ সময় পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও সেখানে গিয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে এবং ডান পায়ের রগ কেটে দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকাদার জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন