হোম জাতীয় পাবনার ঈশ্বরদীতে ককটেল বিস্ফোরণ

জাতীয় ডেস্ক:

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে পাবনার ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র রেলগেট এলাকায় ককটেল বিস্ফারণ ঘটিয়েছে অবরোধ সমর্থনকারীরা।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় ৬ টা ৫০ মিনিটের শহরের রেলগেট ট্রাফিক মোড়ের সামনে এ ককটেল বিস্ফারণের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (৫ নভেম্বর) বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে অবরোধ উপেক্ষা করে সকাল ৬টা থেকে সারাদিন ঈশ্বরদী শহরের রেলগেট ট্রাফিক মোড়ে ছোট-বড় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। সন্ধ্যা আনুমানিক ৬ টা ৫০ মিনিটে একদল মুখোশধারী এসে ৫টি ককটেল বিস্ফারণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তাৎক্ষণিক আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ককটেল বিস্ফারণের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির সমর্থকরা আতঙ্ক ছড়ানোর জন্য শহরের প্রাণকেন্দ্র রেলগেট কয়েকটি ভারী ককটেল বিস্ফোরণ করে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল এসে আলামত সংগ্রহ করেছে। পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন