হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় বেশি দামে পন্য বিক্রয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

পাটকেলঘাটায় বেশি দামে পন্য বিক্রয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কর্তৃক
০ মন্তব্য 126 ভিউজ

কিশোর কুমার :

পাটকেলঘাটায় ও ত্রিশমাইল বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করায়, কিছু অসাধু ব্যাবসায়ীদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । শনিবার (২১মার্চ) সকাল ১১টা থেকে পাটকেলঘাটা ও ত্রিশ মাইল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী।

এসময় তিনি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে পন্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে (পাটকেলঘাটার)আল -আমিন বানিজ্য ভান্ডারকে – ৩০,০০০ টাকা, পূন্য ভান্ডারকে ৬,০০০টাকা , মার্তৃভাণ্ডারকে ৫,০০০টাকা,এমদাদুল হক নামে এক চাউল ব্যবসায়ীকে(ত্রিশ মাইল বাজার) ৫,০০০টাকা , আহম্মদ আলী নামে এক ব্যবসায়ীকে ৫,০০০টাকা অশোক ঘোষ নামে ব্যবসায়ীকে -৩০০০ টাকা জরিমানা করা সহ মোট ৫৪,০০০টাকা জরিমানা আদায় করেন ।

নির্বাহী ম্যাজিষ্টেট আজাহার আলী বলেন, করোনা ভাইরাস সংক্রমণের সুযোগ কাজে লাগিয়ে যে সকলে অসাধু ব্যাবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য উচ্চমূল্যে বিক্রয় করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে আরও কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। আমাদের এ অভিযানও অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন