হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় থানা পুলিশের অভিযানে ৬ জন আটক

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটায় জুয়া খেলার অপরাধে চারজন কে আটক করেছ পুলিশ। একই সময়ে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দুই জন সহ ৬ জনকে আটক করা হয় বলে জানা গেছে ।

আটককৃত জুয়ারীরা হলেন, ধানদিয়া এলাকার শাহিনুর রহমান, মামুন হোসেন, সেলিম হোসেন, ও মোজাফ্ফর অন্যদিকে মারামারি মামলার আসামীরা হলেন, ভারসা এলাকার সরাফউদ্দীন মোড়ল ও ছেলে সিরাজুল মোড়ল।

থানা পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধানদিয়া ইউনিয়নের কাটাখালি এলাকা থেকে নগদ টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ৪ জনকে আটক করা হয়। একই সময় ভারসা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় বলেন, আটককৃতদের বিরুদ্ধে দুইটি পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন