নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটায় ব্যক্তি মালিকানাধীন একটি ঘেরের বাসায় অনধিকারভাবে প্রবেশ করে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে ভাংচুর ও মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসী হামলায় ঘেরের মালিক পিতা-পুত্র আহত হয়েছে। আহতরা স্থানীয় ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ঘটনাটি গত বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পাটকেলঘাটা থানার বড়বিলা বিলে মশিউর আলম সুমনের মৎস্য ঘেরে ঘটেছে। এ বিষয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-০৩ (তাং-০৪/১১/২১)।
মামলার এজাহার সুত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. মশিউর আলম সুমন (৩০) উল্লেখিত বিলে পৈতৃক সম্পত্তিসহ অন্যান্য জমির মালিকদের নিকট থেকে জমি লীজ নিয়ে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করছেন।
এদিকে সুমনের দখলীয় উক্ত মৎস্য ঘের সংক্রান্ত বিষয়ে অযথা বিরোধসহ শত্রুতা বশত: ঘেরটি জবরদখল করার জন্য স্থানীয় বিভিন্ন লোক মারফত নিন্মবর্নিত আসামীরা হুমকি প্রদান করতে থাকে।
একপর্যায়ে বিভিন্নমুখী ষড়যন্ত্রের অংশ হিসেবে একই এলাকার মো. রুহুল কুদ্দুসের ছেলে সামসুজ্জোহা আবির(৩৫), মৃত. ইয়াকুব আলী মোড়লের ছেলে মহিউল ইসলাম মাহি(৪০), মো. শহিদুল মোড়লের ছেলে আবু নাস মোড়ল (২৫), পারকুমিরা গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে বাসুদেব বিশ্বাস(৪৫), বিধান রায়ের ছেলে সাগর রায়(২৩)সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে লোহার রড ও লাঠি-সোটা নিয়ে উক্ত ঘেরে প্রবেশ করে বাসা ভাংচুর করতে করতে সুমন ও তার পিতা মো. নজরুল ইসলাম(৬০)কে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। এতে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা মশিউর আলম সুমন ও তার পিতাকে বেধড়ক পিটিয়ে জখম করে।
এসময় ঘেরে জিয়ানো রাখা গলদা, বাগদা চিংড়ীসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৯০ হাজার টাকার মাছ নিয়ে যায় ওই হামলাকারীরা। এদিকে হামলাকারীদের হুমকি, আস্ফালন ও মারপিটে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা আস্ফালন করতে করতে চলে যায়।
এ বিষয়ে সামসুজ্জোহা আবিরের বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
উক্ত হামলা ও ঘেরের বাসা ভাংচুর করায় মশিউর আলম সুমনের দায়ের করা মামলার বিষয়ে তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু এ বিষয়ে উভয় পক্ষ মামলা দায়ের করেছে। ইতোমধ্যে আসামীরা সকলেই আদালত থেকে জামিন নিয়েছে বলে জানতে পেরেছি।