নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটায় গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গনেশপুর এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হল গনেশপুর গ্রামের শামসুর রহমান (৩৫) ও খলিষখালী গ্রামের আলামিন গাজী(২৮)।
থানা পুলিশ জানায় , মাদক বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি টিম গনেশপুর এলাকায় অভিযান চালায়। এসময় গাঁজাসহ সামসুর ও আলামিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় ঘটনাটি নিশ্চিত করে জানান, আটককৃত দুই যুবকের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করে রবিবারে সকালে আদালতে পাঠানো হয়েছে।
