নিজস্ব প্রতিনিধিঃ
পাটকেলঘাটায় সি আর ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হল থানার কাশিয়াডাঙ্গা এলাকার মহিত মোড়ল(৩২) বড়বিলা এলাকার গফ্ফার মোড়ল(৩৫), হৃদয় মোড়ল ওরফে বাচ্ছু(৩০), ফিরোজা বেগম(২৬)।
থানা সহকারী উপপরিদর্শক (এ. এস. আই)আবুল কালাম জানায়, গতকাল রাতে থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে সি আর ওয়ারেন্ট রয়েছে। মামলা নং-৪৮৬/২০।
পাটকেলঘাটা থানার পরিদর্শক (ওসি)কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সোমবার(৭ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বড়বিলা গ্রামের একাধিক বাসিন্দারা জানান, গ্রেফতারকৃত গফ্ফার মোড়ল ও হৃদয় মোড়ল ওরফে বাচ্চু এলাকার চিহ্নিত ভূমিদস্যু। ইতিপুর্বে তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার বহুমানুষের জমিও ঘের দখল করেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভুক্তভুগিরা কিছুদিন নিয়ে সাতক্ষীরা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে দুটি দরখাস্ত দেয় যা এখন তদন্তধীন রয়েছে। তাদের গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে।
s
