নিজস্ব প্রতিনিধি :
বন্ধু পরিচয় মাত্র সাতদিনের। আটদিন পর বিরানী খেতে এসে বন্ধুর মোটরসাইকেল নিয়ে লাপাত্তা হলেন প্রতারক বন্ধু। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পাটকেলঘাটা বাজারের পাঁচরাস্তা মোড় সংলগ্ন এলাকায়।
ভুক্তভোগী মিঠাবাড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে সৌরভ জানান, পনের দিন আগে আমি সাতক্ষীরা ইয়ামা শোরুম থেকে দুইলক্ষ আটষট্টি হাজার টাকা দিয়ে একটি ফিজার মটর সাইকেল ক্রয় করি। এরপর দিন দশেক আগে ত্রিশমাইল এলাকায় যশোর জেলার জৈনেক রাজের সাথে পরিচয় হয় আমার । সেই সুত্রধরে গড়ে ওঠে আমাদের মধ্যে বন্ধুত্ব। এরপর থেকে সে প্রায় প্রতিদিনই মুঠোফেনে আমার খোজ খবর নিত।
আজ সকালে সে আমাকে বোনের জন্মদিনের কথা বলে পাটকেলঘাটা হাজি বিরিয়ানি হাউজে আসতে বলে। আমি যথারীতি আমার চার বন্ধু নিয়ে এসে একসাথে দুপুরের খাবার খা সেখানে। এরপর খাওয়া শেষে সে আমার গাড়ি পার্কিং করবে বলে চাবি নেয়। আমি সরল বিশ্বাসে তার কাছে চাবি দিলে সে কিছুক্ষণ পর আমার মোটরসাইকেল নিয়ে লা পাত্তা হয়ে যায় । এরপর আমি বহু খোজাখুজির পর মোটরসাইকেলে না পেয়ে পাটকেলঘাটা থানায় আমি একটি অভিযোগ করি।
পাটকেলঘাটা থানা পরিদর্শক কাঞ্চন রায় জানান, অভিযোগ পেয়েছি মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।