হোম খেলাধুলা পাকিস্তানের হারে রশিদ খানের সঙ্গে নাচে মত্ত ভারতের ইরফান

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে ধরা হচ্ছিল আফগানিস্তানকে। কিন্তু তাদেরই কি না হারতে হলো আফগানিস্তানের কাছে। আগের সাতবার যাদের কাছে কোনো হারের রেকর্ড ছিল না, সেই আফগানদের বিপক্ষে পাকিস্তান হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। এমন জয়ের পর দারুণ উচ্ছ্বসিত আফগান ক্রিকেটাররা। তাই মাঠেই উল্লাসে মাতোয়ারা হয়েছিল তারা।

পাকিস্তানকে প্রথমবারের মতো হারানোয় আফগানদের উচ্ছ্বাস বাঁধভাঙা হওয়াটাই স্বাভাবিক। তবে মজার বিষয়, এই জয়ে রশিদ খানদের মতো ইরফান পাঠানের মনেও খুশির ছোঁয়া লেগেছে। সেই খুশির মাত্রাটা এমন যে, ম্যাচ শেষে মাঠে রশিদ খানের সঙ্গে নাচে মত্ত হয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।

পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের জয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে রশিদ-ইরফানের নাচের ভিডিও হু হু করে ছড়িয়ে পড়ে। যে ভিডিওতে দেখা যায়, আফগান ক্রিকেটের পোস্টার বয়ের সঙ্গে হাসিমুখেই নাচছেন ইরফান। আফগান ক্রিকেটাররাও দুজনের সেই নাচ দারুণ উপভোগ করছিলেন।

নাচের ছবি নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে পোস্ট করেছেন ইরফান। লিখেছেন, ‘রশিদ ওর প্রতিজ্ঞা রক্ষা করেছে আর আমি আমারটা। শাবাশ আফগানিস্তান!’

ইরফানের এই নাচের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আফগান সমর্থকরা ভারতীয় ক্রিকেটারের এই উদযাপনে বেজায় খুশি। তবে পাকিস্তানি সম্ররথকদের যুক্তি, একজন ধারাভাষ্যকার হয়ে এভাবে আফগানদের পক্ষ নিয়ে উদযাপন করতে পারেন না ইরফান।

আফগান-পাকিস্তান ম্যাচ নিয়ে এক্সে বেশ কয়েকটি টুইট করেছেন ইরফান। যার একটিতে লিখেছেন, ‘স্পষ্টভাবেই সেরা দলটাই জিতেছে। শাবাশ! পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের জন্য।’

একই সঙ্গে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সমালোচনা করতেও ছাড়েননি। লিখেছেন, ‘বাবরের অধিনায়কত্ব গড়পড়তা।’

এদিকে পাকিস্তানকে হারানোর পর আফগানদের উল্লাস কমছেই না। টিম হোটেলে ফেরার পথে তাই ‘লুঙ্গি ড্যান্স’ করেছেন রশিদ খানরা। আফগানদের পরবর্তী ম্যাচ ৩০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন