হোম ফিচার পাকিস্তানের এজেন্ট হিসেবে জিয়া মুক্তিযুদ্ধে গিয়েছিল: কামরুল ইসলাম

রাজনীতি ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, পাকিস্তানের এজেন্ট হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে গিয়েছিল। প্রকৃত মুক্তিযোদ্ধা হলে মাত্র সাড়ে তিন বছরের শাসনে মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করতো না।

সোমবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আয়োজনে শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ১৯৭১ সালে যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে এখনো একই ধারা, একই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এ অগ্রগতিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে বলেও জানান তিনি।

নির্বাচনের আগে বিএনপি জঙ্গিবাদ বাড়াতে চায় মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, তারা অস্ত্রের ঝনঝনানি বাড়াতে চায়। কেউ নির্বাচনে আসুক বা না আসুক নির্বাচন যথা সময়েই হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন