হোম আন্তর্জাতিক পাকিস্তানে ভারি বৃষ্টিতে দেয়াল ধসে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে ভারি বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৯ জুলাই) এই ঘটনা ঘটে। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদ ও পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে দেয়াল ধসে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়।

পাকিস্তান আবহাওয়া দফতর (পিএমডি) জানিয়েছে, আরব সাগর থেকে আসা মৌসুমী জলবায়ুর কারণে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বুধবার রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইসলামাবাদের পেশোয়ার রোডের গোলরা মোড়ের কাছে একটি নির্মাণাধীন সেতুর দেয়াল ধসে পড়লে ১২ জন মারা যায়।দেয়ালটি ১০০ ফুট চওড়া ও ১১ ফুট উঁচু ছিল। এর নিচে শ্রমিকেরা থাকার জন্য একটি তাঁবু স্থাপন করেছিলেন।

খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ১২ জনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে আছেন কিনা, তার অনুসন্ধান চলছে। এখন পর্যন্ত জীবিত অবস্থায় চার জনকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া ইসলামাবাদের খানা থানার আওতাধীন মোহাম্মদী টাউনে একই ধরনের দেয়াল ধসের ঘটনায় ১১ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন