হোম খেলাধুলা পাকিস্তানে বিশ্বকাপ ম্যাচ খেলতে আপত্তি নেই: আসিফ নজরুল

পাকিস্তানে বিশ্বকাপ ম্যাচ খেলতে আপত্তি নেই: আসিফ নজরুল

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অপারগতা প্রকাশ করছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান ইস্যুতে আইসিসি জানিয়েছে, ভারতের মাটিতে বিশ্বকাপ খেললে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। আজ এসব তথ্য জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পাকিস্তান, শ্রীলঙ্কা, আরব আমিরাতের মতো অন্য কোনো দেশে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের আপত্তি নেই।

মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া এই সংকটের মাঝে সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছেন। আজ সোমবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আইসিসির শ্রীলঙ্কায় (ম্যাচ খেলতে) দেবে না, দুইটা ভেন্যু চেঞ্জ করে কেরালা এবং অন্যত্র দেবে। এই দুটো ভেন্যুই তো ইন্ডিয়াতে! আমিতো বললাম ইন্ডিয়া মানে তো ইন্ডিয়াই। আমরা ইন্ডিয়ার কথা বলছি, আমরা তো কলকাতা বলি নাই। সো আমাদের বক্তব্য যদি আপনার কলকাতা থেকে চেঞ্জ করে অন্য ভেন্যুতে দেওয়া যায়, শ্রীলঙ্কায় দেওয়া যাক সমস্যা না।’

এরপর পাকিস্তানের প্রস্তাবের বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি পত্রিকায় দেখলাম আমি জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি টুর্নামেন্টে আমাদের ম্যাচগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন কোনো সমস্যা না, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা না। কিন্তু যেখানে আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড—ন্যাশনাল একটা অথরিটি তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে আমি বুঝলাম না। আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি এসেছে, সেটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই। ভারতের কোনো জায়গাতেই খেলার পরিবেশ নাই।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন