হোম আন্তর্জাতিক পাকিস্তানে জঙ্গি হামলায় ৮ সেনা সদস্য নিহত

পাকিস্তানে জঙ্গি হামলায় ৮ সেনা সদস্য নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে হামলার ঘটনায় আট সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরো সাত পুলিশ সদস্যকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। সোমবার (১৮ নভেম্বর) রাতে একটি চেকপোস্ট থেকে তাদের অপহরণ করা হয়। মঙ্গলবার সংবাদমাধ্যম এএফপিকে দেশটির পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার উজির মহকুমার রোচা চেকপোস্টে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের ধরতে ওই চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিলেন পুলিশ সদস্যরা।

দ্য পাকিস্তান তালেবান (টিটিপি) এসব হামলার দায় স্বীকার করে নিয়েছে। ওই প্রদেশে পৃথক একটি হামলার ঘটনায় চেক পয়েন্ট থেকে সাত পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বর্ণনা দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা ডনকে বলেছেন, সশস্ত্র জঙ্গিরা চেকপোস্টটি ঘিরে ফেলে। এরপর সেখানে মোতায়েন পুলিশ সদস্যদের বন্দুকের মুখে জিম্মি করে। হত্যার ভয় দেখিয়ে তারা পুলিশ সদস্যদের কাছ থেকে রাইফেলও ছিনিয়ে নেয়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পর পুলিশের একটি বিশাল দল ওই এলাকায় পৌঁছে। কিন্তু ততক্ষণে জঙ্গিরা অপহৃতদের নিয়ে পালিয়ে যায়। এরপর দুর্গম ও পাহাড়ি এলাকায় অপহৃত কর্মকর্তাদের উদ্ধারে অনুসন্ধান অভিযান শুরু করে পুলিশ।

সাঁড়াশি অভিযানেও এখনো কোনো হদিস মেলেনি। পুলিশ জানিয়েছে, অপহৃতদের উদ্ধারে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। জঙ্গিদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এদিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দু’টি হামলায় ৮ সেনা সদস্য নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, সোমবার এক সংঘর্ষে আট সেনা এবং ৯ জঙ্গি নিহত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন