অনলাইন ডেস্ক :
অর্থনৈতিক টালমাটালে থাকা পাকিস্তানে সশস্ত্র হামলা থামছেই না। পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বোমা হামলার পর এবার দেশটির একটি থানায় ভারী অস্ত্রশস্ত্র দিয়ে বন্দুক হামলা চালিয়েছে জঙ্গিরা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে পাকিস্তানের নিয়ন্ত্রিত পাঞ্জাবের মিয়ানওয়ালির মাক্কারয়াল থানায় নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-আই-তালেবান (টিটিপি) এই হামলা চালিয়েছে। খবর : দ্য ডন।
এই হামলায় হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে পাঞ্জাব পুলিশ বাহিনী হামলাটি রুখে দেওয়ার দাবি করছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে বুধবার সকালে পাঞ্জাব পুলিশের প্রধান ড. উসমান আনোয়ার বলেন, ‘হামলাটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী টিটিপিই চালিয়েছে। তারা বিষয়টি স্বীকার করেছে। এতে আমাদের কোনো সদস্য আহত কিংবা নিহত হয়নি।’
টিটিপির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘মিয়ানওয়ালি, ডেরা গাজী খান, সারগোদা ও লাহোরের পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে পাঞ্জাবের কাউন্টার টেররিজম ইউনিট অভিযান চালাচ্ছে।’
সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে পাওয়া তথ্যানুযায়ী, রাত ৯টার দিকে মাক্কারয়াল পুলিশ স্টেশনে অত্যাধুনিক ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়। এ সময় ব্যাপক গোলাগুলি হয়। দুপক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।
মিনাওয়ালি পুলিশ কর্তৃপক্ষ এক পোস্টে জানায়, হামলার প্রতিক্রিয়া খুব দ্রুত দেখিয়েছে থানার পুলিশেরা।
মাক্কারয়াল অঞ্চলটি পাহাড়ে ঘেরা। এটি কয়লা খনির জন্য প্রসিদ্ধ। এই অঞ্চল দিয়েই মাদক ও অস্ত্র পাচার হয় বলে জানিয়েছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ। এ ছাড়া সেখানে অবাধে সন্ত্রাসী ও জঙ্গিরা চলাফেরা করে বলে জানায় তারা।