হোম খেলাধুলা পাকিস্তান পেসার নাসিম শাহর বাড়িতে গুলি

পাকিস্তান পেসার নাসিম শাহর বাড়িতে গুলি

কর্তৃক Editor
০ মন্তব্য 39 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রস্তুতি নিচ্ছিলেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। ঠিক তখনই জানতে পারেন লোয়ার দিরে নিজ বাড়িতে হামলার শিকার হয়েছে তার পরিবার! নিজেদের বাড়ির গেটের দিকে গুলি চালিয়েছে অজ্ঞাত হামলাকারীরা। যদিও এতে কেউ আহত হননি।

পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, নাসিমের বাবা ইতোমধ্যে পুলিশের এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন দ্রুতই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাড়িতে হামলার ঘটনা ঘটলেও আসন্ন সিরিজ নিয়ে নাসিমের পরিকল্পনায় তা কোনও প্রভাব ফেলছে না। তিনি দলের সঙ্গেই রয়েছেন এবং সিরিজের পুরোভাগে অংশ নেবেন। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। মাসের শেষে জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও অনুষ্ঠিত হবে। নাসিম দুই ফরম্যাটের দলেই আছেন।

অবশ্য এটা নিশ্চিত হওয়া যায়নি নাসিমের ছোট দুই ভাই হুনাইন ও উবায়েদ ওই হামলার সময় বাড়িতে ছিলেন কিনা। যারা দুজনেই ক্রিকেটার। হুনাইন সম্প্রতি ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ২০২৪ পাকিস্তান সুপার লিগের ফাইনালে জয়সূচক রান করেছিলেন। গত সপ্তাহে তিনি কায়েদ-এ-আজম ট্রফির ম্যাচে হাফসেঞ্চুরি করার পাশাপাশি দশ উইকেটের জয়ে ছয়টি উইকেটও নেন তিনি। অন্যদিকে, উবায়েদ পিএসএলে মুলতান সুলতান্সের হয়ে খেলেছেন। গত মাসের শেষে লাহোর হোয়াইটসের হয়ে কায়েদ-এ-আজম ট্রফির ম্যাচও খেলেছিলেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন