হোম খুলনা পাইকগাছায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

পাইকগাছায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 27 ভিউজ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি  কমিটির প্রথম পৃথক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা  ১১ টায় ও  বিকেল ৫টায় উপজেলা এবং পৌর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ ও আহবায়ক আসলাম পারভেজ।
সদস্যসচিব এসএম ইমদাদুল হক ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকির এর সঞ্চালনয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ জাফরিন নেওয়াজ চন্দ, আতিক নেওয়াজ চঞ্চল। শাহাদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম  আহবায়ক, তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, বেনজীর আহম্মেদ লাল, সরদার ফারখ আহম্মেদ, কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, তুষার কান্তি মন্ডল ও এ্যড, ইকরামুল ইসলাম।
বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোহর আলী। অন্যদিকে বক্তারা বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে কোন ভাবেই আমার লোক বা অর্থ বা স্বার্থের বিনিময়ে কমিটিতে বিতর্কিতদের নাম অন্তর্ভুক্ত করা যাবেনা। এর কোন প্রকার ব্যত্যয় ঘটলে সেখানে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে নেতৃবৃন্দ বলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন