হোম খুলনা পাইকগাছায় ফেসবুকে আপত্তিকর পোষ্টে  প্রধান শিক্ষকের সম্মানহানির চেষ্টা

পাইকগাছায় ফেসবুকে আপত্তিকর পোষ্টে  প্রধান শিক্ষকের সম্মানহানির চেষ্টা

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ
পাইকগাছা প্রতিনিধি :
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি করে সংবাদ সম্মেলন করেছেন পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিছুর রহমান।
রোববার সন্ধায় শিক্ষক আনিছুর রহমান পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে লিখিত সংবাদ সম্মেলনে বলেন ” দৈনিক পাইকগাছা খবর” নামক ফেসবুক আইডিতে আমাকে নিয়ে আপত্তিকর লেখা ও ছবি ব্যবহার করে সম্মানহানি করেছে। তিনি আরো বলেন,আমি সুনামের সহিত প্রধান শিক্ষক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে সততা এবং দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও সমাজে আমার রাজনৈতিক ও সামাজিক একটি অবস্থান রয়েছে। কিন্তু দুঃখের বিষয় এলাকার একটি কুচক্রী মহল আমার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে। ১৮ মে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম  চক্রান্তকারীরা ” দৈনিক পাইকগাছা খবর ” নামক একটি ভূয়া ফেসবুক আইডি থেকে আমার ছবি ব্যবহার করে আমাকে জড়িয়ে নারী সংশ্লিষ্টতা সংক্রান্ত চরম আপত্তিকর একটি পোস্ট দিয়েছে।
এ কারনে শিক্ষক সমাজ ও এলাকার সচেতন মহলের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া এবং তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পৌর সদরের বসতবাড়ীর জায়গা জমি সংক্রান্ত বিরোধ এবং আগামীতে গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীতা ও সামাজিক এবং রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন করতে প্রতিপক্ষরা এ ধরনের অপপ্রচারে লিপ্ত থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছি।
বিষয় টি জানার পর এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে থানায় ১৮মে ৯২৩ নং জিডি করা হয়েছে বলে শিক্ষক আনিছুর রহমান সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আপত্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন