হোম খুলনাযশোর পাঁজিয়া রামভদ্রপুর মহাশশ্মানে তিনদিন ব্যাপী শ্রীশ্রী কালী পূজা উৎসব

পাঁজিয়া রামভদ্রপুর মহাশশ্মানে তিনদিন ব্যাপী শ্রীশ্রী কালী পূজা উৎসব

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ
পরেশ দেবনাথ:
কেশবপুরের পাঁজিয়া রামভদ্রপুর মহাশশ্মানে নবম বার্ষিকী তিনদিন ব্যাপী শ্রীশ্রী কালী পূজা উৎসব আজ সোমবার (৭ এপ্রিল-২৫) থেকে শুরু। পাঁজিয়া ইউনিয়নের রামভদ্রপুর মহাশশ্মান কালী পূজা উদযাপন কর্তৃপক্ষ জানিয়েছেন, অনুষ্ঠান সূচীর মধ্যে#৭ এপ্রিল-২৫, সোমবার, সকাল ৮ ঘটিকায় বাবার পূজা, পূজাঅন্তে বাবার স্নান উৎসব ও প্রসাদ বিতরণ।
#৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬:০০ ঘটিকায় ভাগবত আলোচনা, রাত্র ৮ ঘটিকায় অতিথিবৃন্দের আলোচনা, রাত্র ১২ ঘটিকায় শ্রীশ্রী কালীপূজা, পূজাঅন্তে প্রসাদ বিতরণ। # ৯ এপ্রিল ২০২৫, রোজ বুধবার, সন্ধ্যা ৭:০০ ঘটিকায় ধর্মীয় সংগীতানুষ্ঠান, রাত্র ৮.৩০ মিনিটে অতিথিবৃন্দের আলোচনা, রাত্র ১০ ঘটিকায় প্রতিমা বিসর্জন।
আরও জানিয়েছেন, চৈত্র মাসের প্রতি সোমবার বাবার স্নান উৎসব পালিত হবে। উৎসব উপলক্ষ্যে সকল প্রকার দান গৃহিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন