আন্তর্জাতিক ডেস্ক :
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আগামী পাঁচ বছরে বৈশ্বিক তাপমাত্রা এক থেকে দেড় ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা।
এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, বাড়তি এ তাপমাত্রা বিশ্ববাসীর জন্য চরম হুমকি হয়ে উঠবে।
প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও আঘাত হানছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। সাম্প্রতিক বছরগুলোয় হঠাৎ করেই বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ। এর জন্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন পরিবেশবিদরা।
তারা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বাড়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশে একদিকে যেমন তীব্র গরম অনুভূত হচ্ছে, অন্যদিকে গলে যাচ্ছে হিমবাহ। এ জন্য অপরিকল্পিত নগরায়ন, শিল্প কলকারখানা ও কয়লাভিত্তিক বিদ্যুকেন্দ্র নির্মাণ ও বৃক্ষ নিধনকে দায়ী করছেন পরিবেশবিদরা।
এরই মধ্যে নতুন শঙ্কার কথা জানাল বিশ্ব আবহাওয়া দফতর। ২০২৬ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা এক থেকে দেড় ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার বিষয়ে বিশ্ব নেতারা একমত হলেও কার্যত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে আগামী ৫ বছরে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পেলে পুরো বিশ্ব মারাত্মক হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন পরিবেশবিদরা।
