খেলাধূলা ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘ইসলামবিদ্বেষী’ কার্টুন পোস্ট করার অভিযোগ উঠেছে ভারতের উত্তর প্রদেশ ও আইপিএলের দল গুজরাট টাইটান্সের আলোচিত পেসার যশ দয়াল। তবে সেই অভিযোগ অস্বীকার করে এই পেসার বলছেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে এই কাজ করা হয়েছে।
সোমবার (৫ জুন) যশ দয়ালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিতর্কিত ‘লাভ জিহাদ’ নিয়ে একটি কার্টুন শেয়ার করা হয়। কিছুক্ষণ পর সেই কার্টুনটা সরিয়ে ফেললেও ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ক্রিনশট ছড়িয়ে পরে। এর কিছুক্ষণ পরেই তার আইডি থেকে আরও একটি পোস্ট করে বলা হয়, ‘স্টোরির জন্য দুঃখিত, এটা ভুলক্রমে পোস্ট করা হয়েছে। দয়া করে ঘৃণা ছড়াবেন না। সমাজ এবং প্রতিটি সম্প্রদায়ের প্রতি আমার সম্মান আছে।’
পরে অবশ্য তিনি আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে ঘটনাটির সঙ্গে নিজের সম্পৃক্ততা সম্পূর্ণভাবে অস্বীকার করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘আজ আমার ইনস্টা অ্যাকাউন্ট থেকে দুটি স্টোরি পোস্ট করা হয়েছে, দুটির একটিও আমার মাধ্যমে হয়নি। আমি কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারটি রিপোর্ট করেছি, আমার বিশ্বাস অন্য কেউ আমার অ্যাকাউন্টে ঢুকেছে এই পোস্ট দেওয়া জন্য। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছি আমি। আমি সব সম্প্রদায়কে সম্মান করি। যে ছবিটি শেয়ার করা হয়েছে, তা আমার আসল বিশ্বাসটি তুলে ধরে না।’
২০১৮ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে উত্তর প্রদেশের হয়ে খেলছেন দয়াল। ২৬ বছর বয়সী এই পেসার সদ্যসমাপ্ত আইপিএলে রানার্সআপ গুজরাটের হয়ে খেলেছেন। এই আসরেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা খেয়ে ম্যাচ হারিয়ে ব্যপক আলোচনার জন্ম দেন তিনি। এরপর দীর্ঘ এক মাস আর কোনো ম্যাচেই মাঠে নামার সুযোগ পাননি তিনি। যদিও পরে আরও দুই ম্যাচে গুজরাটের হয়ে মাঠে নেমেছেন তিনি।
২০২২ সালের নিলামে তাকে দলে নেয় গুজরাট। সে মৌসুমে ৯.২৫ ইকনোমি রেটে ১১ উইকেট শিকার করেছিলেন তিনি।