হোম অন্যান্যসারাদেশ পহেলা বৈশাখে খলিষখালী রামকৃষ্ণ মিশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

পহেলা বৈশাখে খলিষখালী রামকৃষ্ণ মিশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 146 ভিউজ

পাটকেলঘাটা প্রতিনিধি :

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই মানবতা বোধ থেকে পহেলা বৈশাখের দিনে দুস্থ মানুষের ঘরে ত্রাণ নিয়ে এগিয়ে এল খলিষখালীর রামকৃষ্ণ সেবাশ্রম। মঙ্গলবার (১৪এপ্রিল) নববর্ষকে নতুন আঙ্গিকে বরন করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। খলিখালী রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক ডাঃ সুব্রত কুমার দে জানান, কোভিট -১৯ আঘাতে সমাজের নিম্নবিত্ত মানুষের জীবন এখন বিপাকে প্রায়। সরকার সহ বিভিন্ন সংস্থাগুলোর পাশাপাশি বিত্তবানরাও সাহায্য নিয়ে দাঁড়িয়েছে অসহায় মানুষের পাশে। তার পরও সমাজের অনেক অসহায় মানুষ বুকচাপা কান্না নিয়েও দিন যাপন করছে।

তাই আমাদের প্রতিষ্ঠানে স্বল্প পুঁজি থেকে নববর্ষের দিনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ৩০টি পরিবারের ৫ কেজি চাল ২ আলু ১কেজি তেল ১কেজি আটা ১ কেজি লবণ ও সাবান বিতরণ করা হয়েছে। পরিশেষে তিনি বলেন, আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখা হবে এজন্য আমাদের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন । এসময় সেখানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সভাপতি শিবুপদ দত্ত, ইউপি সদস্য উত্তম কুমার দে , কোষাধ্যক্ষ,ডাঃ রমা প্রসাদ দে, সহসম্পাদক বিশ্বনাথ আঢ্য, সদস্য ডাঃ পার্থ কুমার দে, রাজু সরকার, তারক রাহুত, স্বপন রায়,বিশ্বজিৎ বিশ্বাস,গোবিন্দ রায় প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন