নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তীর রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ১৩ রমজান পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের আয়োজনে শহরের ফুড প্লাসের ৭ম তলায় এ ইফতার মাহফিল ও ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের আহবায়ক রেজা, যুগ্ম আহবায়ক মীর তাজুল ইসলাম রিপন, মাসুম বিল্লাহ শাহিন, সদস্য সচিব সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী দৈনিক সাতক্ষীরা সকল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, মাসুদুর রহমান, মাহবুবুর রহমান, জামাল, সিরাজুল ইসলাম, মুন্না, গোলাম মোস্তফা সাহেব, মোফাজ্জেল, সোহেল, দুলু প্রমুখ। এ সময় পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।